Friday 8 May 2020

মৌসুমী মুখোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ 
রবি ছায়ায় কবিতা ২০২০


মিশে যাবো     মৌসুমী মুখোপাধ্যায়                        

হে সুন্দর,তুমি আমার মাঝে এসো মাঝেই করো খেলা ,ধ্বংস-সৃষ্টি-নিতি  ঘটুক সারাবেলা ।
তুমি আমার মাঝে এসো 
পৃথিবীর যত রঙ..রস..গান..অশ্রু অভিমান
স্রোতের কিনারে জমা নিস্ফলা বুদবুদ
শোণিত ধারায় একই মূর্ছনায় মায়ার মন্ত্রে মিশো। কিছুই রবে না বাকী মিলবে যখন আঁখি
সব বাসনা মিশে যাবে দুঃখ-সুখের অতলে
সব খেলা সাঙ্গ হবে স্মৃতি-বিস্মৃতি'র আড়ালে 
সমস্ত আমি মিলিয়ে হারাবো বিষাদ গহনে মহাশূণ্যে ,ধরণীর অন্তিম-আয়ুস্কালে ।

হয়তো --
একবিন্দু অশ্রু রবে নব সৃষ্টির ভালে ।
তুমি আমার মাঝেই এসো 
করো খেলা ...কালে কালে ....

No comments:

Post a Comment