Sunday 12 April 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ











পাখি রঙের আকাশ ---- ৫০  হরিৎ বন্দ্যোপাধ্যায়

আমার বাড়িতে একটাও ছবি নেই। বাবা মায়ের। সারা বাড়িতেই তো তারা ঘুরে বেড়াচ্ছে। ঘর থেকে দুয়ারে এলেই দেখি বাবা গামছা পরে দেওয়ালে হেলান দিয়ে পুঁথি লিখছে। খিদের দুপুরে জানলা দিয়ে চোখ বাড়ালেই দেখি মা খোলা উঠোনে কাঠের উনুন পাড়ে বসে পাতা ছুঁড়ে দিচ্ছে। একে একে সব ঘরে আলো নিভে গেলে মা কাছে এসে বসে। বুঝতে পারি, বাবার খোঁজে যেতে হবে। হ্যারিকেন নিয়ে রাস্তায় নামি। দেখা হলে বাপ বেটায় স্নানের ঘাটে গল্প করি। আজও দুপুরে হারিয়ে গেলে শুনতে পাই, বাবা গোয়ালঘরে খড় কাটছে। মা শোবার ঘরের দেওয়াল আঁকছে ঘুঁটের আল্পনা। আর মোহরদি গাইছে, " দূরে কোথায় দূরে দূরে..."

No comments:

Post a Comment