মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
পাখি রঙের আকাশ ------ ৪৯ হরিৎ বন্দ্যোপাধ্যায়
রাস্তার এপারে আমি। ওপারেও কেউ একজন। কে তা জানি না। হাত বাড়িয়ে আছে। আমাকে দেখে বেশি বেশি হাত নাড়ায়। বুঝতে পারি কিছু চায়। আমার কাছে। পথের সঙ্গে সঙ্গে গল্পও অনেক দূর এগিয়েছে। অনেক গল্পই শেষ হয়ে গেছে। যে ক'টা এখনও বাকি তারা কেউই দেওয়া নেওয়া নিয়ে বড় হয় নি। পৃথিবীর সব আলো যখন একটা একটা করে নিভছে তখন ওই হাত বিশ্বাসের পৃথিবীকে আবার যেন জাগিয়ে দেয়। ইচ্ছে করে একছুটে ওপারে গিয়ে হাত ধরি। কিন্তু কি দেব ? এখনও অনেকটা পথ। এখনও বাকি অনেকবার পথ হারানো। চোখের পলকে হাওয়া গাড়ি বেরিয়ে যায়। একবার নয় বারবার। কতক্ষণ আর হাত বাড়ানো থাকবে ! ফিরে গেলে হাত আয়নায় দাঁড়াব কি করে ?
No comments:
Post a Comment