মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
হরিৎ বন্দ্যোপাধ্যায়
পাখি রঙের আকাশ ----- ৬০
হরিৎ বন্দ্যোপাধ্যায়
পাখি রঙের আকাশ ----- ৬০
যেটুকু রোদ দেখে তুমি চৌকাঠ পেরিয়েছিলে তা এখন অনেকটা ছাড়িয়ে ফেলেছে নিজেকে। আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে ছোট ছোট ফুল। সারা সকাল দস্যিপনা করার পর দুপুরে লজেন্স বুকে নিয়ে ছোট ছেলে যেমন ঘুমিয়ে পড়ে তেমনি রোদ তোমাকে অনেকটাই সাজিয়ে ফেলেছে। অনেকক্ষণ রোদের দিকে তুমি তর্জনীও বাড়িয়ে দিয়েছ। ধুলো পায়ে হেঁটে হেঁটে তুমি সাজিয়ে দিয়েছ হাজার চারাগাছ সারা বাড়ি জুড়ে। মাথায় রোদ এলে তুমি একটা ছাউনি খুঁজেছ। হাতে হাতে আরও কত কাজ জুটে গেছে ----- দরজা খুলে ডেকেও নিয়েছ দু'হাত বাড়িয়ে। তারপর একদিন বিকেলের হঠাৎ ঝড় মাখামাখি করে ফেলবে সব রঙ। তুমি ছাদ থেকে দেখবে তোমার সাজানো অঙ্কের সংখ্যারা সব এলোমেলো হয়ে ছড়িয়ে। ছাদ থেকে নেমে আসতেই বৃষ্টি। মুখে এতটুকুও বিকৃতি নেই, যেন এটুকুই শুধু তোমার। তোমার গা ধোয়া জলের নদীর নাম আত্মশ্লাঘা। পাড়ে দাঁড়িয়ে বৃষ্টিবিকেলে তুমি আকাশ দেখছো।
No comments:
Post a Comment