Wednesday, 15 April 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ



পাখি রঙের আকাশ ------ ৫৩   হরিৎ বন্দ্যোপাধ্যায়

পৃথিবীর পথে যতবার পা রেখেছ ততবার তুমি আঁকা হয়ে গেছ। প্রতিটি পায়ের রেখায় তোমার এক একটা শরীর। কোনোটি আঁকা হয়ে গেছে সেই কোন ভোরে। জ্বলজ্বলে সূর্যের মতো দুই চোখ। পরের পায়েই তুমি যেন কেমন গুটিয়ে নিয়েছ নিজেকে। তোমার শরীরে কাদের যেন ছায়া এসে পড়েছে। এত ঘন ঘন শরীর বদলানো পৃথিবীর গায়ে চেপে থাকার যোগ্যতা হারিয়ে যায়। তারপর নিজের খেয়ালে অনেকটা পথ পায়ে পায়ে। যেন কী দারুণ সন্তুষ্টি। আপন মগ্নতায় যেন দিগন্ত উঁকি দিয়ে যায়। একটু পরেই পায়ে কি ভীষণ ভার। কে যেন কি চাপিয়ে দিল তার মাথায়। অথবা সে নিজেই তুলে নিয়েছে পৃথিবীর যাবতীয় ভার। একটু পরেই আবার গা ভেসে যায় নদীর স্রোতে। দেখি কবিতার ঢঙে পা বেড়ে যায়। সব তোমার সারা দিন রাতের তুমি।


No comments:

Post a Comment