Saturday 18 April 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ








হরিৎ বন্দ্যোপাধ্যায়

পাখি রঙের আকাশ  ------- ৫৬

এমনটাই তো হওয়ার কথা ছিল। নদীর ঘাটে বাঁধা থাকবে নৌকা। আমরা সবাই পায়ে পায়ে হেঁটে উঠব নৌকায়। আমার নৌকা হবে আমারই মতো। নৌকায় পা দিলে সে মেতে উঠবে আমারই ঢঙে। নৌকা তো মোড়ক। আমি ঢুকলেই সে আমার পায়ে নেচে নেচে চলবে। নৌকা তো দেখতে আমারই মতো। কানে কম শোনে, চোখের জলছবি আমারই পর্দার মতো। কিন্তু নৌকায় বসে অন্য কেউ। আমাকে বললো, বদলে মত আছে কিনা। অবাক, এ নৌকা কী ! এতদিন এ কোথায় চলেছিল ? কোন প্রশ্রয়ে স্পর্ধায় এত স্ফীত হয়ে উঠেছে ? বোঝা যায় সব জলতল সমান নয়। কেউ কেউ গলা জলে, ডুবে গিয়েও হাত নাড়ে গভীর সংকেতে।

No comments:

Post a Comment