Thursday 23 April 2020

সেকেন্দার আলি সেখ

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ









সেকেন্দার আলি সেখ


সংবিধানের বর্ণমালারা

ধ্বংসস্তূপের উপর চরে বেড়াচ্ছে পরিশ্রান্ত পিঁপড়েরা 
খাক হয়ে গেছে বেঁচে থাকার রসদ 
ভাইবোন বন্ধু পরিজন কোথায় কে জানে 
অসহায় পিঁপড়েরা চোখের জলে খুঁজে বেড়াচ্ছে...  
শকুনের দৃষ্টি এখনও রাজধানী শহরের মহল্লায় l 

কী সুখ ছিল এই মৃত্যু কামনার 
কী সুখ ছিল আগুনের এই মহড়ার 
কী সুখ ছিল দু হাতে এই রক্ত মাখার 
ভায়ের রক্তের ছোপ মহল্লার রাজপথে- রাজপথে 
অনাথ ফুলগুলোর চোখে নেই সূর্যের আলো l

বেলা থাকতে নেমে এসেছে অনেক অন্ধকার 
গ্রহণের আগ্রাসী ক্ষুধার প্রহর জানত না পিঁপড়েরা 
অনেকদিন দেশ দেখেনি এই নারকীয় ক্ষুধা 
বিশ্বাসের চেনা পাহাড় টলে গেল 
রক্ত -দাঙ্গা - উচ্ছাস ঘেরা দঙ্গলের ভোটাধিকারে l 

তবুও মন্দিরের ঘন্টা ছড়িয়ে পড়ে বাতাসে 
মসজিদের আজান শুনে প্রার্থনার আসর বসে
 গির্জায় - গির্জায় চলে সাবলীল জীবনের স্রোত 
পায়ে ভর  দিয়ে দাঁড়াচ্ছে দেশ 
পাখির মুখে ছড়িয়ে পড়ছে মিষ্টি সুর 
সংবিধানের বর্ণমালারা সকালের রোদে ছড়িয়ে পড়ছে l 

No comments:

Post a Comment