Wednesday, 15 April 2020

হামিদুল ইসলাম

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ










হামিদুল ইসলাম



 ঈশ্বর                   
                      
পৃথিবীর আকাশে ভাসে ফুল 
আমি ফুল হতে চেয়েছিলাম একদিন 
কথা রাখে নি 
ঈশ্বর  ।।

সেই থেকে আমি নদীর ওপারে খুঁজি প্রেম
হাতে আসে কাঁটা 
ক‍্যাকটাস 
অভিশপ্ত ঈশ্বর  ।।


ভালোবাসা 

তুমি আসলে খুশি হই
না আসলে বিষাদ 
তোমাকে ছুঁয়ে দাঁড়িয়ে থাকে প্রেম 
হৃদয়ে বিশ্বাস অগাধ  ।।

অভিমানে যেয়ো না ছেড়ে 
ভেঙে দিয়ো না আশা 
তুমি ছুঁয়ে দিলে আমি জল 
তুমি ছুঁয়ে দিলে আমি ভালোবাসা  ।।


প্রেম 

নিখুঁত পর্দায় ঢেকে রাখি মুখ 
বুকের ভেতর বিশ্বাস 
তোমার ছোঁয়া হৃদয়ের গভীরে 
                ঝড় তোলে 
                  প্রতিদিন  ।।
তোমাকে ভালোবাসি যখন প্রেম করে হেরে যাই 
পরাজয়ের গ্লানি বাঁধে আমায়
প্রতিদিন শক্ত করি সে বাঁধন
               যদি ভেঙে যায় প্রেম 
                   অদৃশ‍্য ছোঁয়ায় ।।


উল্লাস

গভীর রাত 
আকাশে টুকরো মেঘের ছবি 
            সমুদ্র পেরিয়ে যেতে চায় মন 
                         যদি কখনো হয়ে যাই কবি  ।।
রাজারা আসে রাজারা যায় 
পড়ে থাকে স্মৃতি বিজড়িত লাশ      
            সরীসৃপের বুকে দুর্গন্ধ ছড়ায় 
                         জান্তব উল্লাস  ।।


ত্রাস

নৈঃশব্দের জাল ভাঙি 
সবুজ ঘাস জমির উর্বরতা মিশে যাচ্ছে মমতার বন্ধনে
শিরায় শিরায় উচ্ছ্বাস 
মাতাল হাওয়া ঝুলন্ত রোদে 
                         পুড়িয়ে দেয় আকাশ  ।।

বন্ধু হতে চেয়েছিলাম নগ্ন পশুত্বকে খুন করে
পারি নি 
চাঁদের আলোয় মিশে যাচ্ছে কিশোরীর লাশ 
খুনিরা প্রকাশ‍্যে দিবালোকে 
                         আমজনতার বুকে ত্রাস ।।

No comments:

Post a Comment