Tuesday 14 April 2020

কার্তিক ঢক্

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ





কার্তিক ঢক্-এর কবিতা
বিগ্রহ 

মন্দিরের শরীর থাকে-
দেবতার নয়। 
কেন ভুলে যাও-
তুমি যা দেখো সে-তো বিগ্রহ... 

বাঁশ খড় মাটি অথবা পাথর--
শরীর থাকলে প্রাণ থাকবে
এমন তো কোনে কথা নেই...

ফুলে চন্দনে তুমি যাকে জাগ্রত করতে চায়ছো
সে তো তুমিই -- ভক্তিরসে ভিজে থাকা
ঘুমন্ত সত্তা 


অতিবাহিত হাওয়ার শব্দ
     
একটি নদীর  কথা বলি! 
--নুড়ি-পাথরের কথা বলি!
সরীসৃপটির হেঁটে যাওয়ার কথা বলি!

লক-ডাউনের হাওয়ায়
সুতোয় বাঁধা ঘুড়ি  নয়-
ঘড়ি ওড়াচ্ছে বিবর্ণ হাতে।

চারিদিকে  ভো-কাট্টা ভো-কাট্টা হল্লা...

ম্যাজিক বাক্স

স্ট্যাটাসে হ্যালোজেন জ্বালছো! 

-- কারো ঘর পুড়ে যাচ্ছে বিষন্ন-ভাইরাসে...
আমার ঘরে বিষাদ রঙের কোনো প্রলাপ নেই!

হলুদ অক্সিজেন জাগিয়ে রেখেছে ফুসফুস 
রক্তের প্লেটলেটে কর্পূর গন্ধ-
তবু, আলোভর্তি ঘর জ্বালিয়ে রেখেছি
একান্ত ম্যাজিক-দেশলাইয়ের কাঠিতে...


কন্যা-ফুল
  
ফুলকে ফুটতে দিন প্লিজ-
অযথা ডাল ভাঙবেন না! 
যন্ত্রণার যন্ত্রণাটি কিছুটা বুকপকেটে নিন।

মরা গাভীকে খড়-বিচুলি  না-
বেনা-মূল অপচয় গান গায়...

প্রজাপতিটিকে ভালোবাসুন
শুঁয়োপোকা ভাববেন না-

ওর ছোঁয়াতেই পরাগ মিলন-
হরিয়ালী আমাজন। 
সুবাসিত অক্সিজেন... 




No comments:

Post a Comment