মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
রথীন বন্দ্যোপাধ্যায়ের কবিতা
ধনুক থেকে ছিটকে গেলো তির
রথীন বন্দ্যোপাধ্যায়ের কবিতা
ধনুক থেকে ছিটকে গেলো তির
তিরন্দাজ থেকে খসে পড়ল আন্দাজ
আজ লক্ষ্যভ্রষ্ট হল কে?
Key.
তালাগুলো
ঝুলছে
বন্ধ
সন্দেহ
মোমবাতি গলে যেতে যেতে তলানিতে ঠেকেছে
মোমসমুদ্রের ওপর বাতিঘর
বাতিঘরের প্রসঙ্গে এলো শুধুমাত্র
ঘর
ঘরমাত্র
চারটে দেয়াল
একটা সিলিং
ফ্যান ঘুরছে
ঘুরছে
মেডিসিন শপ্
মাথা ঘোরার ওষুধ পাবো তো
অভিজিৎ?
হারামিরা নুন শব্দের অর্থ জানে না
শালা তবুও রাত্রি
তবুও দিন
বন্ধুত্ব
বন্দুকতো নেই
খোলা ছাদে
টাঙানো তারে রোদ্দুরে ঝুলছে
টি-শার্ট জিনস্
আপাতত
ওরাই
আমার
টার্গেট
অগত্যা জোগাড় করেছি ইঁট পাটকেল
মাথা হেঁট
ক্যানোরে ব্যাটা
প্যারেড
সাবধান
লেফট্
Right
লে ফ ট্
সব ধুলো ঝেড়ে ফ্যালো ব্যবহার করো
স্যানিটাইজার
হ্যান্ড গ্লাভস
মাস্ক
সব মানলাম
কিন্তু
কী যেন বলছিলাম
কী যেন
কী যেন
ও
বাঁচার গল্প
জীবনের কথা
ওফ্ জীবন
জীবন থেকে যে 'বন' শব্দটি খুঁজে পাই
তার মধ্যে বুনো গন্ধ আছে ঠিকই
বন্য পশুরাও আছে দিব্বিই
জীবন
কিন্তু
শাবাশ এই না হলে বাটার জুতো
পায়ে পড়লে আরাম
দু গালে পড়লে আরও আরাম
ওহ্ এই না হলে বাটা কোং-এর সোল
(জিভে অফুরন্ত লালা)
মাড়িয়ে চলেছি দারিদ্র্য সীমা
ভাইরাস থেকে হাইওয়ে
বাইপাস
বাটা কোং-এর বিজ্ঞাপণে
আমাদের শরীর রঙিন
উড়ে চলো মন চলো নিজ নিকতনে
আহা কী আনন্দ
আকাশে
বাতাসে চলো
ঘুড়ি ওড়াই
No comments:
Post a Comment