Sunday, 19 April 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ












হরিৎ বন্দ্যোপাধ্যায়


পাখি রঙের আকাশ  ------ ৫৭

সারাদিনে একবারও জানলা খোলা হয় নি। দরজার চোখে চোখ রেখে কারও মনে পড়ে যায় নি সবুজ মাঠের কথা। ঘরের মধ্যেই নিজস্ব সমীকরণে ব্যস্ত থেকেছে সবাই। অঙ্ক মিললেই শুরু হয়ে গেছে উৎসব। সাদা কালোর উৎসব। হাত দেখে মনেই হয় না রঙিন হয়েছে কোনোদিন। কেই বা চেয়েছে রঙিন ক্যানভাস বন্ধ ঘরের আনাচে কানাচে। রঙের জন্য বৃথা অন্বেষণ। দরজা জানলার আশ্চর্য বিন্যাস সাতসকালেই পুড়িয়ে ফেলেছে যাবতীয় রঙ। তবুও এই ঘর বলে যায় আবহাওয়া জলবায়ু। পথ চলতি মানুষজনদের উদ্দেশ্যে ধেয়ে যায় হঠাৎ কোনো নিষেধাজ্ঞা। যারা ঘরের বাইরে ঘর বেঁধেছে তারা মানে। লাইনের পর লাইন মুখস্থ করে। ঝড়ের দিনে কে কাকে বাঁচায় ----- এ এমন দিন। তাই সুযোগ বুঝে যে যার পছন্দের দরজায়। হঠাৎ উড়ে আসা নিষেধাজ্ঞার যথার্থ বাস্তব রূপায়নই একদিন ফাঁক করে দেবে দরজা।

No comments:

Post a Comment