Wednesday, 8 April 2020

মায়িশা তাসনিম ইসলাম

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ










মায়িশা তাসনিম ইসলাম



বলয়গ্রাস ১৯

প্রিয়তমা অন্ধকার
তুমি আধ্যাত্মবাদ শেখাতে আসলে ভাইয়ের মাথায় সিলিং ঘোরে। সমস্যাটা বাবার আমলে মিটে যেতে পারত কিন্তু মা শিখিয়েছে যুদ্ধ আর ছয়টা তপস্যা। ২১ গন্ধের মসলা দিলে গালি খেতে হয় আর গরু তে প্রিয় সাম্রাজ্যবাদ ধরা পড়ে। বোবার সামনে নাক পাতলে মায়েদের অফিস লাঞ্চ ফ্রিজে পঁচে...একতরফা মিটিংয়ে একটা বিড়াল হয়ে দুধের দেবী খুঁজি, রক্তাবৃত আত্মারা ঘূর্ণনে লাফিয়ে ওঠে কালকূট গুঞ্জনে....

প্রিয়তমা অন্ধকার
নীলের সাথে জড়িয়ে যায় শ্যামাঙ্গ ক্রেতা বিক্রেতা, হাসিমুখ পাখা সঞ্চয়ে দুই শালিক বন্দি হয় না। তেষ্টা পেলে গাছেদের ফিল্টার আছে, সবুজ পানে গলাটাও যদি নীল মত রূপকথা, ফিরে যাব ভোরের পদ্মা-কবচ আমলে...



দ্যা অ্যাগনস্টিক ৮- উঠান বাকা

কাউকে আনতে চাইনি
  ঐশ্বর্যের বহুমাত্রিক বায়ু
বয়ে যাওয়া দ্বিতীয় বিদ্যা রতিভ্রম
অধর যদি মেটায় প্রিয়তমা বৈভব ইশারা দিনমান ব্যর্থ প্রথম বিদ্যা

চাঁদটা বেঁকে, উঠোন বাঁকা পাপড় ভাজা
কলসের শত্রু আছে, হারিকেন জলে
বিপরীত কোণে লবণপানি খেয়ে আসো
খোসাভাঙা জল, নকশী কাঁখে

ঝড়ের লক্ষ্মী শুধু মাটির ছলা কলা, খোসাসুদ্ধ মন্ত্রের কসম
গুপ্তবিদ্যার সাত মোম রাত ৩টার ত্রিনয়নে
মিত্রপক্ষ বৃশ্চিক, কয়েনবিহীন জুয়ায়
ম্যানহ্যাটনে যাচ্ছি, কম্পাসে বৃষ্টির খবর




দ্যা অ্যাগনস্টিক ৯-- শৃঙ্গার

হিস হিস শব্দে কে বাঁচাতে আসে

চায়ের কাপ
  উপুড় করে রাখা
শয়তান টুপ করে পড়বে

আর বিশ্বাসটাও
বাতাসের ঢোলে স্থির

শয়তান টুপ করে গিললো

গরম চায়ে ফুঁ
শৃঙ্গারের বেইমানি

বলতে চাচ্ছি ন্যায়ের দিনে
যথেষ্ট পাপ হয়নি
পোড়েনি কাদামাটির রুপালী কলস

যথেষ্ট পাপ হয়নি
বামকাধে চেয়ে আছে হয়রানি

রক্তে পুঁজে গহন বাজুক
কতোটা দুঃসাহসিক দারোয়ান 
গান গাচ্ছে লোভে
সুরের দুধ নীলকণ্ঠ জন্মে

কতটা পাপ, যতটা যথেষ্ট নয়

কতটা ঈশ্বর দেখাও
 যতটা আমি ঘুষ দিতে পারিনি
সবই শৃঙ্গারের বেইমানি...

হিস হিস করে বাঁচাতে আসে
  হিস হিস শব্দে বুলাতে আসে




দ্যা অ্যাগনস্টিক ১০-- পেন্টাগ্রাম

যত্ন এসেছিলো আরো দু সপ্তাহ আগে। পুরান ঘরে রসদ নাই। ফিরে যাওয়া পা ও হাটুতে মোচড়ানো সুন্দর দোযখ। কালামে বিশ্বাসী যত্ন, ব্ল্যাক ম্যাজিকের মানচিত্রে দেখে আমার আপন (!) মাকে। কলিকাল এক বছর বেশি হতে পারে তাই যত্নের কানে মন্ত্র, মায়ের ভাঙাচোড়া শরীরে কাছে বসুক, ক্লাস টু এ পড়া ভাইটার ড্রইং খাতাটায় একটা ফুলের মত পেন্টাগ্রাম! ছেয়ে যাক অসৎ আঙুলের বিশ্বস্ততায়

আমার এক চিমটি দেওয়া মনের ভাবে বসে ক্লাসিজিম। পিতার ঘুম পাপড়িতে নড়চড়, সামষ্টিক অর্থনীতি কিংবা কবিতার মাইনে।

পুনশ্চ: চন্দ্রতাড়িত নৈঃসঙ্গ

No comments:

Post a Comment