Saturday 4 April 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ










হরিৎ বন্দ্যোপাধ্যায়


পাখি রঙের আকাশ ------ ৪৩

চৌমাথা থেকে অনেকটা হেঁটে। একদিন এসো। কত বাতিল জামা প্যান্ট দড়িতে দড়িতে ঝুলছে। হয়তো কোনোদিন শুকিয়ে যাবে। জানলা দিয়ে কে যেন চাপা স্বরে কাউকে ডাকছে। ওই মুখটা তোমারও হতে পারতো। এসব দেখতে দেখতে বেশি সময় নেবে না। বারান্দায় মাদুর পেতে বসব কিছুক্ষণ। পাখা নেই কিন্তু। সামনেই গঙ্গা। হাওয়া আসবে। গায়ে এসে লাগবে আমাদের। গরম না করলেও আমরা হাওয়ায় ডুবে আছি বলে মনে হবে না। হাঁটতে হাঁটতে কত কত জায়গায় আমরা গঙ্গার কথা পড়েছি। তবুও গঙ্গা আমাদের বারান্দা থেকে কত দূরে। তুমি এসো। দেখাবো।



No comments:

Post a Comment