Wednesday 8 April 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ













পাখি রঙের আকাশ ------ ৪৭  হরিৎ বন্দ্যোপাধ্যায়

হেরে গেলে বুঝি ফিরে যেতে হয় মাথা নিচু করে ! এটা ঠিক বুঝে উঠতে পারলাম না এতদিনেও। লড়াইয়ের মাঠে যখন নেমেছি তখন তো আমরা দুজনেই কিছু নিয়ে নেমেছি। দুজনেরই প্রায় সমান সমান শক্তি। তা না হলে তুমি আমার বিপরীতে নামবেই বা কেন। আমি সিঁড়ির নিচে বসে থাকলে তোমার মান যেত না বুঝি ! আমার পায়ের নিচের মাটি শক্ত দেখেছ বলেই তো আমাকে প্রতিপক্ষ ভাবতে পেরেছ। নব্বই মিনিট আমরা একসঙ্গে দৌড়েছি। সুযোগ বুঝে আমরা একে অপরকে ঠোক্করও দিয়েছি। কেবল কোনো এক অসতর্ক মুহূর্তে তুমি বলটা আমার গোলে মেরে দিয়েছ। তাই বলে আমার যাবতীয় অভিজ্ঞতা মিথ্যে হয়ে গেল ? মাঠের রাগ আজও রাস্তায় এসে ফণা তুলবে ?




No comments:

Post a Comment