Tuesday 21 April 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ











হরিৎ বন্দ্যোপাধ্যায়


পাখি রঙের আকাশ  ----- ৫৯

একটা বড় বাড়ির নিচে অনেকগুলো সাইকেল দাঁড়িয়ে। অনেকগুলো কাজের মানুষ যেন একসাথে জামা ছেড়ে রেখে কোথায় চলে গেছে। সাইকেলের চাকাগুলো এখনও ঘুরছে। অনেকটাই ছুটেছে তারা। এখনও তো তারা ছুটতে চায়। কিন্তু হঠাৎ তাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এমন কিন্তু কথা ছিল না। গতকাল রাতেও তাদের বলা হয়েছিল তারা ছুটবে। যেখানে যেমন খুশি তারা ছুটতে পারে। কিন্তু মাঝদুপুরেই তারা বসে গেল। তাদের গায়ের রঙ এখন অনেকটাই ফ্যাকাশে। কিন্তু পছন্দের কোনো খাতা তারা তো কাছে টেনে নেয় নি। তবুও তো দিকে দিকে রটে গেল ঘরবদলের বাৎসরিক গিরগিটির গল্প। একটু পরেই তারা দুপায়ে দাঁড়াবে। দেখে নেবে চারপাশ। চালিয়ে দেবে রাস্তা যেদিকে খুশি। সামনের কোনো জিনিসের দায়িত্ব তারা নেবে না।



No comments:

Post a Comment