Tuesday 7 April 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ














পাখি রঙের আকাশ  ----- ৪৬   হরিৎ বন্দ্যোপাধ্যায়

চলে যাওয়ার অনেক আগে সে একা হয়ে যায়। নিজের কাছে নিজে সরে আসে। কোথাও যেন অঙ্ক মিলতে চায় না। নিজের মাটিতে দাঁড়িয়ে সে অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই কিছু হয় না। অথচ চারপাশে কত কত মানুষ। নিজের বলতে যা বোঝায় তাও তো একাধিক। কিন্তু সব যেন সাজানো। সে ছাড়া সবাই যেন সবকিছু জেনে গেছে। স্কুলের খাতায় নাম কেটে দিলে যেমন হয়। সকলের মাঝেই তার যেন একটা আলাদা ঘর। খসে পড়ার সময় পাতার ফাঁক দিয়ে একলা টুনটুনি শুধু দ্যাখে।

No comments:

Post a Comment