Sunday, 5 April 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ











হরিৎ বন্দ্যোপাধ্যায়


পাখি রঙের আকাশ  ----- ৪৪

আমার চিঠি তুমি ছিঁড়ে ফেলেছিলে। আমার চিঠি তুমি আমাকে না বলে ছিঁড়ে ফেলেছিলে। কোনো এক বিকেলে সারাদিনের আলো শেষ বেলায় যখন এক জায়গায় এসে জড়ো হয়েছিল তখন তোমার হাতে ছিল আমার চিঠি। আমার হয়ে চিঠি তোমার সঙ্গে কথা বলেছিল। তুমিই তো আঁকা ছিলে। একটুও মেলে নি। চোখ কান হাত পা নাক কিছুই কি ঠিক ঠিক জায়গায় ছিল না ? অথচ আমি কিন্তু তোমাকেই এঁকেছি। তোমার একবারও মনে হয় নি, এটা তোমার অন্য এক সংজ্ঞা ? যে রঙে তুমি তোমাকে দেখতে অভ্যস্ত, এ রঙ ছিল ভিন্ন কথার সুর। তোমার তুমি আর আমার তুমিকে একরঙে আঁকা যায় ? আমি চেয়েছিলাম তুমি দ্যাখো। আয়নায় নিজেকে। তুমি দ্যাখো নি। ছিঁড়ে ফেলেছিলে নিজেকেই।

No comments:

Post a Comment