Monday, 6 April 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ









হরিৎ বন্দ্যোপাধ্যায়


পাখি রঙের আকাশ  ----- ৪৫

সে চলে গেল। কোথায় গেল জানি না। শুধু জানি সে চলে গেল। এবার আমার জায়গার কথা হবে। উঠে আসবে আমার ওঠা নামার কথা। কিন্তু সেখানে তুমি থাকবে না। তুমি উঠে চলে গেছো। তোমাকে কেউ টেনে ধরে রাখে নি। অথবা এমনও হতে পারে, কেউ টানবে তুমি তা চাও নি। তুমি টানাটানিতে নেই বলেই সময়মতো উঠে গেলে। তুমি আর কিছু শুনতে চাও নি। এখানকার ভাষা তোমার পৃথিবীতে চলে না। অথবা তুমি শুনতে শুনতে পূর্ণ হয়ে উঠেছিলে। তাই এখানকার কোনো কথাই তোমার আজকে আসবে না। তোমার আজকে আমি এলেও আসতে পারি। আমার যে অংশটুকু এখানকার রঙ সেটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু তোমার আজকে আসতে পারে। পুনরায় উঠে যাওয়ার আর কোনো সুযোগ নেই ------ এটা তোমারই নির্বাচিত পৃথিবী।

No comments:

Post a Comment