মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
পাখি রঙের আকাশ ------ ৫৫ হরিৎ বন্দ্যোপাধ্যায়
দিনরাত শুধু সময় গুণে যাও। হাতে কি উঠে এলো? নিজস্ব সমীকরণে ঠিক কতটা সাজাতে পারলে নিজেকে? একবার শুধু আয়নায় তুলে ধরো তুমি। কিসের ছায়া দেখা যায়? ভালো করে চেয়ে দেখো, তোমার হেঁটে আসা সারা পথের ছবি ভেসে ভেসে আসে। কিন্তু তুমি কোথায়? পথে পা দিয়েছ, পথে পা রাখো নি। ধুলোপথে কতটুকু ধুলোর আস্তরণ তোমাকে ছেয়েছে? শুধু সময় দেখেছ। আলো হাওয়া এসে এসে গান হয়ে যায়। তুমি রোদ, কতটা ছুঁয়েছ বিন্দু পথগান ধরে? ছেড়ে দাও, সব চলে যাক। তোমার মতোই তুমি সারা পথ হেসে ভেসে যাও। দেখবে কখন দাগ লেগে গেছে।
No comments:
Post a Comment