Monday, 13 April 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ










পাখি রঙের আকাশ  ----- ৫১  হরিৎ বন্দ্যোপাধ্যায়

বাবার একটা মনখারাপের পাখি ছিল। আমরা যখন গান গাইতাম, রাতের আকাশে দুলে দুলে পড়তাম, পথ চলতে চলতে খুঁজে নিতাম চেনা মুখ তখন দেখতাম বাবা কখন মনখারাপের পাখি হয়ে গেছে। আমাদের মনে হতো কোনো কিছুই যেন আমাদের নয়। আমরা যেন সবকিছু শিখে নিয়ে কোনো কিছুর মধ্যে চলে গিয়ে কিছু একটা হয়ে উঠতে চাই। যেকোনো কিছু। বাবা শুধু মনখারাপের পাখি। অনেক রাতে বাবা যখন উড়ে যেত তখন সারা বাড়ি জুড়ে একটা হাওয়া। দখিনের জানলা খোলা কবে বন্ধ হয়ে গেছে। হাওয়ার রহস্য আজও আমাদের কাছে অজানা। আমরা গান হই ----- সে তো যেকোনো গান। আমরা না হলে অন্য আরও অনেকে গাইত। পায়ে চলা পথ ----- যে কেউ এঁকে দিতে পারে চমকানো রঙে। আজও মেঘলা দিনে বাড়ি জুড়ে মনখারাপের পাখি। অনেক নিচু হয়ে আসে মেঘ। ধরা যায়। বাবার আদর মনে থাকলে পড়েও ফেলা যায়।

No comments:

Post a Comment