Tuesday 14 April 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ




পাখি রঙের আকাশ  ----- ৫২  হরিৎ বন্দ্যোপাধ্যায়

বেছে নিলেই অসুখ। সুখী মানুষটি পরিপূর্ণতার আনন্দে দিন দিন ফুলে ওঠে। প্রথমের সেই মানুষ আর আজকের এই মানুষ কত আলাদা। তখন যতটুকু সময় পেরিয়েছে তার অনেকটাই শিখতে শিখতে। তিলমাত্র আত্মবিশ্বাস থাকার কারণে কর্তার মনোরঞ্জনের দিকেও তাকে কখনও কখনও নজর দিতে হয়েছে। অথচ আজ কে যেন বলে দিল সব শিক্ষা সম্পূর্ণ। নির্বাচনই যেন তাকে লাইন থেকে বের করে দিল। আর সেই অসুখী সেও তখন লাইনের বাইরে। শেখার থেকেও তার লক্ষ্য ছিল কর্তার মনোরঞ্জনের দিকে। তাই তালিকায় নিজেকে না দেখে এতদিনের ঢেকে রাখা ছবি আজ হঠাৎই বাইরে বেরিয়ে এলো। বেছে নিলে খুলে যায় সব। বেছে নিলে ভেঙে পড়ে সবকিছু তাসের ঘরের মতো।




No comments:

Post a Comment