Friday, 10 April 2020

রঞ্জনা ভট্টাচার্য্য

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ










রঞ্জনা ভট্টাচার্য্য



কান্না

থিয়েটারের উপর ঝুলন্ত চিৎকার!
ব্যালকনির গায়ে রঙ্গমঞ্চের বিদ্যুৎছাপ;
বাড়ির আলো গুলো একটা একটা করে
নিভিয়ে দিচ্ছেন শোলের জয়া বচ্চন;
ঠিক এসময়ে গরগর আওয়াজে অভুক্ত
কুকুরগুলোর বিষণ্ণ দৃষ্টি বিঁধে যায় আমায়;
আমি ওদের দিকে ছিঁড়ে ছিঁড়ে দিই
প্রেম,রিরংসা, বিশ্বাস, ঈর্ষা।

নন এনটিটি

কার ডাকে ফিরেছিলাম মনে নেই;
পর্দার গায়ে নির্জন মানুষের মিছিল,
পর্দা সরালেই হ্রদ,পাইনের বন, ফাঁক
দিয়ে গলে যাওয়া তরল সূর্য_
পর্দার সুইচ অন সুইচ অফ 
করতে করতে ভুলে গেছি

কার ডাকে ফিরেছিলাম।


মন কেমন

ফেরিওয়ালার মতো নামিয়ে রেখেছি ঝাঁকা,
শব্দগুলোর নিঃশব্দ অপেক্ষা সঠিক দাম,
শব্দ বেঁচার যন্ত্রণা আছে, যন্ত্রণা বেঁচার সুখ আছে_
সদর দরজার সামনে ঝাঁকাটা নামিয়ে
শব্দ গুলোর গায়ে হাত বুলাই যাতে তারা
বাকসিদ্ধ হয়;

আমি ওদের সঠিক দামে বেঁচে দিয়ে
গুহায় ফিরে যাবো ঠিক।


হেরে যাওয়ার পর

একটা মস্ত ছায়ার মতো ডাস্টবিন,
বদহজম হয়ে যাওয়া রাগ, উপচে
যাওয়া স্কুল ঢালা হয় হরহর করে।
ল্যাপটপে এবড়োখেবড়ো বন্দুকযুদ্ধে
টার্গেট টার্মিনেটেড , ফুরিয়ে যাওয়া
ইচ্ছেরা  ছায়ার গায়ে শিরার মতো
ফুলে ওঠে, প্রতিটি ইচ্ছের গায়ে
টক টক গন্ধ, গেঁজে ওঠার আগে
ওরা চৈত্রসেলে নেটফ্লিক্সের দরদাম
করে। মাখনের মতো মসৃণ নোটগুলো
ভিজে ওঠে টক ঢেঁকুরে, ক্যালেন্ডার গুলো
ভীষণ শক্তিশালী আয়ুধ, প্রতিটি মাকে
কেমন অস্ত্রবলে ছায়ার মতো ডাস্টবিন
বানিয়ে দেয়।

No comments:

Post a Comment