Sunday 5 April 2020

বিকাশ চন্দ

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ









বিকাশ চন্দ


ছিন্নমতি  

ভীষণ রকম যন্ত্রনা ছিল বলে মুক্তির পথ খুঁজি দিন রাতে----
এ রকম ভাবলেশ হীন স্থিরতা জীবন কেন যায় অপঘাতে ! 
শ্রম সিক্ত প্রতি দিন রাতের ঝিমুনি কাটে মজার মায়ায়-----
রিক্ত মানুষ আমি জিজ্ঞাসা ফেলে এসেছি গাছের ছায়ায়। 

কাল রাত্রির বাসর ভাঙিনি তাই দোষ গুণ সবই বেকশুর---
আশ্চর্য্য কিশোর বেলায় অকথা অন্তরের ঘুম জানে সে পশুর, 
হয় তো বা ছিল চাষাভুষা জীবনের ধানি জমি ভিজে আল, 
দুধ ক্ষীর জমেছে ধানের শীষে সে গন্ধ জানে আদুরে দুলাল। 

শহর তো আসে মশগুল থাকে ফাঁকা মাঠে আপন সত্তায়----
অপরূপ প্রেম কথা গান মজলিশে মদিরা মেলে খুব সস্তায়, 
ছায়া ঘেরা সে সরল গ্রাম কথায় নামে পরিরা শেষ আসরে----
কোন কথা নেই প্রতিবাদী স্বপ্ন মরে বাঁচে মাথা বেচা বাসরে। 

তবু তো এখনও কুয়াশায় ভেজে মাঠে রূপশালী সব ধান শীষ----
ভালোবাসা মনের ভেতর লুকোন কথা রক্ত মাখে অহর্নিশ। 
জ্বালায় যত অন্তর্গত সংসারী সুখে অসুখে অযথা ছিন্নমতি----
মাথায় আনে দুপুরের খাওয়ার  সে একাই গৃহ লক্ষ্মী সরস্বতী।


হৃদয় রেখে এলাম 

মুঠো মুঠো রাত ছড়িয়ে ওষ্ঠ সুধার অন্ধকার---
নির্বিবাদী বলেই কপট খেলায় ভাঙছো অহংকার, 
নীল সকালের দোর গোড়াতেই সূর্য রাঙা রঙ
থাকুক না হয় ভোর বেলার সবুজ বিভা ঈশ্বরী হও বরং। 

সমান্তরাল স্নানের বেলায় গান গরিমা স্নান ঘর
না বলা সব কথ্য ভাষণ বোঝে শব্দ রীতি আখর, 
আলোর সাথে গাছ পাখি ফুল পাখিদের গান না 
ভেজা চুলে শুদ্ধ হলে নিঃশব্দে অতল চোখে কান্না। 

একটা জীবন স্মৃতি কাতর অন্য জীবন কী ঈশ্বর ----
ঘরের ভেতর স্বপ্ন জীবন যাপন অবিনশ্বর, 
ঝলসে যাওয়া উষ্ণ সময় জানেন সকল স্ববলা---
কথাগুলোয় রক্ত ফুলের পাঁপড়ি ঝরে নিঃস্ব অবলা,

শরীর মানেই মাপা জীবন কলস্বরা যৌবন---
মাতাল সময় মহুয়া সুখের  মত্ত মাদল মৌবন, 
ক্রান্তিকালের হিসেব জমছে পাহাড় ব্রহ্ম কোষে---
দলা পাকানো একটা হৃদয় রেখে এলাম বারকোশে। 


No comments:

Post a Comment