Thursday 9 April 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ











পাখি রঙের আকাশ ------ ৪৮  হরিৎ বন্দ্যোপাধ্যায়

পুজোয় কোনোদিন বাবাকে পাই নি। বাবা দুর্গার কাছে যেত। বাড়ি থেকে অনেক দূর। আমাদের সবার হয়ে বাবা দুর্গা দেখত। আর আমরা দেখতাম কাশ শিউলি। রোজ সন্ধ্যেবেলা সবাই বাবার আঙুল ধরত। আর আমি সারা দুপুর নদীর আঙুল ধরে কত দূর চলে যেতাম। একটুও ভয় করত না। নীল আকাশে তাকালেই মনে হত আমি তো বাড়ির উঠোনেই। আলো খেলা শেষ হলে একাদশীতে মণ্ডপ জুড়ে অন্ধকার। ভাঙা গলায় বাবা আলো নিয়ে ঘরে ফিরত। দুর্গার শাড়ী মায়ের হাতে। দেখতাম মায়ের সারা গায়ে নদী। দুর্গার শাড়ী পরে মা চাল মাপত। অনেক রাতে শব্দ করে ভাত ফুটত।

No comments:

Post a Comment