মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
অর্ঘ্য কমল পাত্রের কবিতা
অর্ঘ্য কমল পাত্রের কবিতা
দ্বিধাজন্ম
১.
ঠিক তুমি নয়।
তোমার ছায়ার মতো কেউ
দাঁড়িয়ে ছিল তুলসীতলায়।
পেরিয়ে গেল নিকানো
উঠান...
তারপর, শাঁখ বেজে ওঠে...
২.
জানলা খুলতেই
ঘরে ঢুকে এল একটা মথ...
উড়ছে... বসছে...
আর আমার চোখে
ঘুম নেমে আসছে ক্রমশ...
৩.
সন্ধেবেলা তুমি প্রদীপ জ্বালো।
হারমোনিয়াম নিয়ে
বাড়িয়ে দিতে জানো
হলদেটে চায়ের স্বাদ।
অথচ,সকালবেলা মোরগ
ডেকে উঠলেই
কেন এত ভয় পেয়ে যাও বলোতো?
অভিমান
ফোন কল আসতে পারে—অনেক;
মা বলতে পারে,রাতে খাওয়ার জন্য
মিষ্টি নিয়ে ফিরতে।
বাবা বলতে পারে —নতুন টুথপেষ্ট কিনে নিতে।
রোহিত হয়তো বলবেই, কোনো
ক্রিকেট ম্যাচের কথা।
অঙ্কনের সাথে কথায় কথায় উঠে আসবে
নতুন কোনো উপন্যাসের প্রসঙ্গ।
অস্মিতা তো জিজ্ঞেস করবেই—কবে
আমরা বইমেলায় যাবো...
কবে ভাসতে ভাসতে পৌঁছে যাবো মহাভারতে...
আমি অপেক্ষায় থাকি এসব ফোনের
ফোন আসে—
কিন্তু প্রতিবারই কেবল শুনি
—হাওয়ার বিপ্ বিপ্!
আর মনে পড়ে যায় —
শব্দ তো হাওয়ারই।সবকিছু
সেখানেই লুকিয়ে...
No comments:
Post a Comment