Friday 24 July 2020

|| রোমিও~ সুধাংশুরঞ্জন সাহা ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ সুধাংশুরঞ্জন সাহা
তোমার জন্য হাজার মাইল অপেক্ষা___

পরিনামহীন যদি হয় যোগাযোগ,
পরিনত হয়ে ওঠে বিবেচক মন ।
মনের গভীরে যদি ডানা মেলে রোগ,
জীবনের কথামালা হারায় ভুবন ।
দিনগুলো বড় বেশি নিরুত্তাপে ভোগে ।
মনের জমানো দাগে থাকে না সুরক্ষা ।
আকাশ ছাপিয়ে যায় অকারণ ক্ষোভে ।
তোমার জন্য হাজার মাইল অপেক্ষা ।

রাগের কথায় ছিল অভিমান যতো
দিন ফুরনোর পর সেটুকু উধাও ।
তুমি আমার লুকনো এক মায়াক্ষত ।
ডানাভাঙা পাখিনামা শুনতে কি পাও !

ভিজে চোখের পাতায় সত্তর দশক,
আমার আকাশ আজ ম্লান বীতশোক ।

2 comments: