|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
রোমিও~ আল-আমীন আপেল
শ্রান্ত বয়সদূত______
শিরিষবৃক্ষের পাতাভেদ করে উপস্থিত মায়াঘন চন্দ্রকিরণ, সায়ান আকাশের
বুকে অজস্র কামরাঙামত তারারফুল ফুটে আছে; জীবন সায়াহ্নবেলাতেও
যৌবনফুল যেন শরীরময় আজ বড় বেশি সুবাস ছড়াচ্ছে; বয়সপিরামিডের
নিঃসঙ্গতায় কাটিয়ে দেয়া বায়ান্ন বছরকে আজ বুঝি-বা সতের
অথবা সাতাশ বছরে নামিয়ে এনেছে, মহামান্য বয়সদূত।
স্মৃতিঘরের দরজায় অপেক্ষারত 'অনাকাঙ্ক্ষিত অভাব'
আর জানালায় পলায়নরত কষ্টে পাওয়া ভালোবাসা।
না, না, না, এ ভালোবাসা নয় মোটেও..! অভাব এলে ভালোবাসা
কি সত্যি পালিয়ে যেতে পারি? উচিৎ কি পালিয়ে বাঁচা?
একে ভালোবাসা বলাও তো পাপ; এ যে 'ভালোবাসা' শব্দের অপমান!
জবুথবু সময়ের প্রবহমানতায় জীবন তো চলেছে বেশ,
তবে কেন আজ এ কষ্টস্মৃতির রোমন্থন বয়সদূতের?
বয়সদূতও কি এতদিন বাদে আজ বড় শ্রান্ত? বড় একা?
বুঝেছি প্রিয়, বুঝেছি..! হায়াতবৃক্ষের সব ক'টি পাতা
আজ নিশ্চয়ই ঝরে যেতে মশগুল!
No comments:
Post a Comment