|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
সিদ্ধার্থ সিংহ
পলক_____
সিদ্ধার্থ সিংহ
পলক_____
গত কাল তাজবেঙ্গলের কফি শপে চল্লিশ মিনিট
মুখোমুখি বসেছিলাম
একবারও চোখের পলক ফেলিনি
ফেললেই, সেই মুহূর্তটা অন্ধকার হয়ে যেত
আপনাকে মিস করতাম!
একটাও ছবি তুলতে দেননি আপনি
যদি তুলে ফেলি!
আপনি আগলে রেখেছিলেন ক্যামেরাটা
ওটা দিয়ে মাঝে মাঝেই তুলছিলেন আমার ছবি
টেরও পাননি, আপনি উঠতেই
তোয়ালে দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম ক্যামেরাটা
ওটায় আর কাউকে হাত দিতে দিইনি
দেবও না কোনও দিন
স্পর্শ করব না আমিও
ওটায় আপনার আঙুলের ছোঁয়া আছে!
গত কাল তাজবেঙ্গলের কফি শপে
চল্লিশ মিনিট
চল্লিশ মিনিটই বরাদ্দ করেছিলেন আমার জন্য
আমি কি চোখের পলক ফেলে
এক মুহূর্তও নষ্ট করতে পারি!
No comments:
Post a Comment