Friday, 24 July 2020

|| রোমিও~ দেবার্ঘ সেন ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ দেবার্ঘ সেন 
অ্যাপোস্ট্রফির পরে____

তোমার ঠোঁটের একটা চামড়া সরালে
সেখানে ভালোবাসার পুনঃজন্ম
আর বিস্মৃতির মহাশ্মশানকে আমি
                     লুডো খেলতে দেখেছি।

সেখানে ছক্কা পড়লে মহাকর্ষশূন্যতায়
বৈতরণী যাওয়ার সন্ধান পাওয়া যায় বলেই
                পুটের চাহিদা এতো বেশী।

সেখানে সকল খিদে গোলাপী হতে চায়
আর সবকটা গোলাপী ঘর,
বিষাক্ত রজনীগন্ধা শুঁকে
                 বিছানা পাতে
অ্যাপোস্ট্রফির পরে। 

No comments:

Post a Comment