Friday 24 July 2020

|| রোমিও~ জয়ন্ত মুখোপাধ্যায় ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ জয়ন্ত মুখোপাধ্যায়
খুন___

শ্রাবণের কাছে কিছু দুঃখ জমানো
তিল তিল করে গড়া পাহাড় বিশেষ
গভীরে মুখচ্ছবি, অনাদায়ী স্নেহ
অযূত চাওয়ার পাশে পাওয়া নিঃস্ব।
যৌবন ভিড় করে সবুজের বুকে
উৎসাহী বাসনার উদগ্র কাম
মৃত্তিকা খুঁড়ে শুধু নোনামাটি মেলে
ভালোবাসাহীনতার ফাঁদে বিশ্ব।
তবুও রক্ত ছোটে শিরায় শিরায়
ন্যাট্রন লেক ডাকে গোপনে কোথাও
কত শত মমি নির্ঘাত ব্যভিচারী
অমানিশা ঢেকে রাখে নিশুতি হারেম।

আস্তিনে রাখা আছে ছোট তরবারি
মাঝরাতে খুন হবে নশ্বর প্রেম।

No comments:

Post a Comment