Tuesday, 21 July 2020

| সোনালী মণ্ডল আইচ | ২১শে জুলাই |

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












সোনালী মণ্ডল আইচ 

কক্ষপথে

জল যখন নড়ে  
ছায়া মুখ বদলাবে ঠিক

তাছাড়া সমুদ্রের আতিথ্যে
বাড়াবাড়ি বিরহ অসুখ সময়

আগাগোড়া উপত্যকা পথে
জঙ্গলগুলো তাড়া করে

দরজা ভেঙে ফেলে
অজানা অধিকার দামাল হয়ে

রাত টপকে ঢুকে
ঊরুর তিলটা  চায়
অপ্রস্তুত হতেই পারো

যদি ভিক্টরিয়া ওকাম্পোর ডাইরিটা
পড়া না থাকে...


ভবি ভোলেনা (ভুত ভজনা)

ভুঁইফোড় ভালোবাসা 
ভুলে ভণ্ডুল

ভবের ভবিষ্যৎ
ভুতের ভর

ভাগ্যচক্র ভাবনায়  
ভন্ড ভট্টারকের 
ভাষাতীত ভ্রষ্টাচারে

ভেকধারী ভাইরাসের
ভয়ঙ্কর ভ্রূকুটিতে
ভস্মীভূত ভিসুভিয়াস...

চলছে যে কাল

সময় গেল চোখে চোখ রেখে
সজাগ হতে হবে যে আজ সবার।

তোমার ঠোঁটের স্বপ্ন মাখা রঙে
বন্ধ দুয়ার খুলে দিতে এসো।

নদীর তীরে জ্বলে ওঠে চিতা
নিভে যাচ্ছে তীব্র নোনা জলে।

 শূন্য খুঁজে অন্ত মেলে  কেবল
শুরুর খোঁজে পথের কাছে যেও।

কুয়াশা সব মুছে যাবে নিজে
শিশির ঘাসে কানাকানি ভীষন।

শুনলে তোমার  লাগবে ভালো
মনের ভিতর একটু আলো পাবে।

আলেয়া তো হস্ত রেখার মতো
রতি দিয়ে মগজ ধোলাই যত।

বালাই কাটায় পাথর পড়ে নিয়ে
কতো লোকে লাফিং বুদ্ধ হল।

পুতুল কী আর হাসতে পারে বলো
কতো জন আর সত্যি করে হাসি।

তবু কেউ একই রকম থাকে
দেখি ছুঁয়ে লাভার মতো আছ।

পাহাড়ের পিছনে

পরিশ্রমে কুর্তিগুলো বারোমাস ভিজে 
ঋতুগুলো বনবিড়ালের মতো দ্রুত

ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়ে আকাশের নিচে
অবহেলা অভিমানের হাই তুলে

সকাল ঢোল মাদল বাজিয়ে আসে না

ওরা পোড়ামাটির ঘোড়ার ইতিহাস বয়
ওদের গায়ে ছিটকে পড়ে শুধু গরম কথা

কেবলমাত্র একটা হাঁড়ি খুঁড়ির রাজ্য নিয়ে

বাদবাকি সব অচিন পাহাড়ের পিছনে 
যাবো ভেবেও যেখানে যাওয়া হয়না...

No comments:

Post a Comment