Wednesday, 15 July 2020

| নবনীতা সরকার | ১৫ই জুলাই |

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












নবনীতা সরকার_____
সঞ্চয়

নৈঃশব্দের সাথে নৈঃশব্দের ঘর্ষণ হলে
কিছু শব্দ ঝনঝন করে ওঠে রান্নাঘরে।

বৃদ্ধ ফ্যান ও বৃদ্ধ সময় 
ফিরে পেতে চায় যৌবন। 
কান্নাগুলো ফিরে যাওয়ার কালে,
ভাতের থালায় কিছু জলছাপ রেখে যায় পায়ের। 

এসেছিল যারা একদিন এই স্রোতের অনুকূলে
আজ তারাই 
ঝরে যাওয়া শব্দকে সঁপেছে সব পিছুটান..

সূর্যাস্তে যেমন
বাড়ির খুঁটিটি  
পুঁতে দিয়ে যায়
সব সঞ্চয় দেয়ালে দেয়ালে। 


অন্তিম ইচ্ছে
         
ভাঙছে দেয়াল বুক-পিঞ্জর,
একলা যাপনই অঙ্গীকার। 
পথ চাই না, চাই না পথ কারও---
এক এক করে খোলসমুক্ত হলে দেহ

জ্বালব প্রদীপ অন্তিম সহবাসের---

                      আপন সত্তার পূজাগৃহে। 

একটা চেয়ারের আত্মকথন

আমার চার পেয়ে জীবনের
থরে থরে গাঁথা আছে কিছু ভাঙা-গড়ার পেরেক।  

অবসরের ভার বহন করতে করতে আমি
কবে যেন হয়ে উঠেছি, 
নিরুদ্বেগ চার দেওয়ালের অবিচ্ছেদ্য শব্দ-ত্বরণ। 

ঝুল,কালি,ধুলো ধোঁয়ার অস্পষ্ট জাল ভেঙে
একটু একটু করে অলীক হতে হতে আজ আমি
বাস্তব এবং পরাবাস্তবের মাঝে
সেতু বেঁধে হয়ে উঠেছি
জীবনচর্যার নিষাদ-শরীর, 

কোনও আরামকেদারা নয়। 

তাপ প্রবাহের নেপথ্যে            

তোমার আজ ভীষণ জ্বর,
কোষ থেকে কোষে ছুটছে তাপ প্রবাহ। 

আজ তোমার কপাল ছুঁয়েছে 
আমার কোঁচকানো ঠোঁট---

প্রেম নয়, তাপ সঞ্চরণ।

তোমার দেহের উত্তাপ টুকু শুষে নিয়ে
ঊষর হতে চাই---

বিনিময়ে?

আজ দু'ঠোঁটের ভাঁজ খুলে
শীতলতা ঢালি তোমার প্রতিটি রোমকূপে---


বোঝনা,
এই দেয়ানেয়ার আবর্তেই তো 
আজন্মকাল রক্ষিত হয়েছে প্রকৃতি। 

অভিযোগ নয়
              
তবু ফিরে যেতে হয়,
ফিরে যাওয়া সবসময় প্রত্যাগমন তো নয়।

একদিন ফিরে যাবে বলেই এসেছিলে জানতাম। 
তবু আড়ম্বর ছিল মনের অন্দরে। 
কয়েক মুহূর্ত যেন,
দীপাবলির আলো জ্বলে উঠেছিল দু’চোখে। 

মুহূর্তরা চিরস্হায়ী নয়..

আসছে বছর না হয়
আঁধারের সাথেই হবে বাগদান আত্মার,

তাই ছুঁড়ে দিলাম আমার সমস্ত কথার ফুল-
তোমার সংগ্রামী পথে,
সুগন্ধ পাথেয় হোক।

শুভ হোক যাত্রা তোমার

No comments:

Post a Comment