|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
জারা সোমা
স্পর্ধার পদাবলি______ ৪
মাধব আও মিনতি করি
পদ যুগল ধয়িস নয়ন বারি।।
অলকে যতনে প্রেমক ধরলি
মাগ মোহ তুঁহু সিন্দুর ভরলি।।
গগন গরজ বিজুরি ভরি
বদন লাজ তুঁহু নয়ন রখিলি।।
কাহে নাহি রাখত মান
কয়সন করলি প্রেমক ভান।।
বিধি বত তুঅ সঙ্গম রচলি
হিদয় এ বরষন সান ।।
কি বোলি বোলসি আজ তোয়
কইসন সহিব এ ঘনশাম।।
অন্য রমনি সন তু প্রিত করইলবা
কইসন সহে এ দাসি।।
শূন্য মন্দির অব শূন্য আঙনে
রোয়ে যাএ আকেলি রাধা উদাসি।।
জারা কহে মাধব ভালে না এ তেজ
ছল কপটে কাহে রচাইলি তুঁ সেজ।।
পিতবাস তোরে ভালা নহি লাগে
অমবর ভরিনু ঘোর আধারে।।
অভি তুঁহু যাও রওয়ত রাধাকে পাস
ওহি সন খেলব হোরি জিবন ভর রাস।।
No comments:
Post a Comment