Friday 24 July 2020

|| রোমিও~ অরূপ ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ অরূপ
ফুটপাথের কবিতা___ 

বহুদিন আলুসেদ্ধ খাওয়া হয়নি মায়ের হাতে

আজও বাবা বাড়ি ফেরে শ্রান্ত বাসের মত,

আমি ছুটতে ছুটতে ছিটকে গেছি নিজের কক্ষ থেকে 
ফেরা না হয়নি,বা ফিরতে চাইনি
আমি অতীত ভয় পাই  !
ব্যাস্ততা গায়ে চাপিয়ে ঘুরে মরেছি চৌরাস্তা
ধুলো মাখা কবিতা দের তুলে নিয়েছি বুক পকেটে

শব্দেরা আমার শরীরে বরফ ছুঁড়ে মারে;

কর্পোরেট মাকড়শা  গিলে নেয় আমার শরীর 
কবিতারা শুয়ে থাকে মগজে

যন্ত্রের দানবীয় চিতকার শুনি
গোলোক ধাঁধায় জড়িয়ে যাই আবার ফিরেও আসি 
রোদের তেজ দেশি মদের মত ছড়িয়ে পড়ে সারা গায়
এখোনো আকুপাংচার চলছে;

No comments:

Post a Comment