Friday 24 July 2020

|| রোমিও~ বিশ্বজিৎ দাস ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ বিশ্বজিৎ দাস
বারকোডওয়ালা চাঁদ____

আরও খোঁজ নিয়ে জেনেছি আমিই সেই
      যে প্রয়াত ছায়াকে আঁতুড়ঘর ভেবে

কোনোদিন কোনো পাবে মিটিং করেনি
বিকল্প প্রেমিকনীতির টেবিলে বসে

অগ্রজকে চিয়ার্স বলে ধরেনি ঈর্ষা
সেসব ফেলে রেখেই ছুটে গেছে তার

      স্বপ্ন হত্যাকাণ্ডের তদন্ত করতে
      মিথ্যে একটা সাজ পোশাক খুলতে

এই মিছরি কেটে গেল
জুলিয়েটের স্পিচলেস

গুপ্ত অলংকার দেখেও খোলেনি
বেনীমাধবশীলের ফুল পঞ্জিকা

ওগো প্রেম হেমামালিনী, তোমার বচ্চন আমি
গাঘর রাত্রে জ্বেলেছি; বারকোডওয়ালা চাঁদ!

1 comment: