|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
দেবযানী বসু
দেবযানী বসু
নৈঃশব্দ্যের যূথচারিতায়____
নৈঃশব্দ্যের যা যা শব্দ ভিডিও করা শেষ।
মাংসের আদিমতা ছাড়িয়ে খালি দাঁত আর খড়্গ চেঁচে নেয় মানুষ আজ। বনের সৌন্দর্য বাড়ে পশুপাখিদের রমণ কলায়। ঠিক অবতল লেন্স ছিন্নভিন্ন করে পরাজিত প্রেমিক রক্ত তোলে।
অক্ষরের মাংসল মেধা স্ট্র বসিয়ে শুষে নিয়েছে উত্তরীয় ঢাকা শিম্পাঞ্জি। ভিখারিরা এক হও সুর তুলেও চুপ হয়ে গেছে ভিখারিরা নিজেই।
সাইকেল চালাই কেননা হাঁটুতে বিগত প্রেম চেপে বসছে। টেবিল চেয়ার আর কফিকাপ হুল্লোড় শুষে চুপচাপ এখন। পরাজিত প্রেমিক রক্ত তোলে মাংসল অক্ষরে অক্ষরে।
No comments:
Post a Comment