|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
জারা সোমা
স্পর্ধার পদাবলি______৯
জারা সোমা
স্পর্ধার পদাবলি______৯
সখীলো এ বিরহ মোহে সহন না হোয়ি
পিয়া সন এ দূরি অব কাটি ন যয়ি।।
মরণ না আওয়ল এয়সন ভাগ
ঝলসি যায় রোজ হিয়াকে তাপ।।
জনম জনম তোঁহে পুজব রহি দাসী
দেহ মন সমপনএ রাধা উদাসী।।
বিধিবৎ সাধন এ বর মাঙগি
জনম লেবে তুঁহু সঙ পিরিতি লাগি।।
মোহন বাশরী শুনত ছাতি ফটসি যায়ি
কৃপয়া করস তুঁহু ধুন শুনাই।।
হে মোরি কানহা ই দুখত রহি
মরণ কাল মধুর বদন দেখত ন পায়ি।।
একবার দরশন দেহ মোরি কানহা
বিনতি করল অভাগী আও অব কালা।।
মোহনবেশ ধরল মথুরাকে নরেশ
তনডুল সঁপি যাঁউ যোগনী বেশ।।
জারা ভণে নন্দলাল কাহে করল তুঁ দেরি
রাইকিশোরী যোগন বনি ফেরি।।
যাও অভি গোকুল কুঞ্জতলে
রাধারানী রোয়ত রহি নয়নজলে।।
দো বোল মিঠা বলিস ওহিসন
ফিরব আশ ফির পিয়া কে দরশন।।
রাধারানী মধুর হাসি হসিব
তুঁহু সন ফির ও পিরিতি রচিব।।
যাও ওহে কালা অব দের ন হোই
বরষন মহিনা যব পিয়াস মিটাই ।।
কৃপা কর ওহে নন্দলালা
রাই যদ রোয়ত হব নাহি ভালা।।
প্রভার নাতিন ভণে শুনো সখীগন
রাধেকৃষ্ণ রাধেকৃষ্ণ বোলি করব সমাপন।।
#ছবিঋণ Shilpi Sarkar Roy
No comments:
Post a Comment