|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
রোমিও~ অমিত সরকার
রোমিও~ অমিত সরকার
লিখতে না পারা মানুষ___
নাভিমূল থেকে উঠে আসা তীব্র ওঙ্কারের মধ্যে
সে তখন এঁকেবেঁকে পালাতে থাকে
আত্মহত্যার জবানবন্দী থেকে উঠে আসা অক্ষরগুলি
তাকে লক্ষ্য করে ছুটে আসছে গ্রেফতারী পরোয়ানা নিয়ে
সেই পবিত্র নাদ থেকে ঝুলে রয়েছে
তারাণার অংশগুলির ভাঙা কাঠ ও পেরেক
পেরেকের গায়ে খুদে খুদে অক্ষরে লেখা মৃতের স্তোত্র
সাদা কাফনের ওপর ঘুম ট্যাবলেটের প্রেসক্রিপশন
সে জানে ছড়ানো পালক আর নীল চশমার ঋক
তাকে যে কোনও ভিড়ের মধ্যে এক্ষুনি আলাদা করে চিনে নেবে
ইড়া ও পিঙ্গলা ফুটো করে দ্রুত বসে যাবে শব্দডাকিনীর দাঁত
একটি ভোঁতা ছুরি দিয়ে তবু সে ধীরে ধীরে
উপড়ে ফেলতে থাকে নিজস্ব শ্বাসযন্ত্রের জ্বালামুখ, আদমের আপেল
তার আশা সেই হিমশীতলতার নীচে
হয়তো এখনো ঘুমিয়ে আছেন শব্দব্রহ্মের ভ্রূণ...
No comments:
Post a Comment