|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
জারা সোমা
স্পর্ধার পদাবলি______ ৫
মোহন বাশুরী যব শুনলই রাই
বিরহ অনলে ছাতই ঝলসি যাই।।
জলসি ভিতর জলসি বাহর
মাধব আও তুঁহু এথিয়ান হিয়ার।।
সখীগন কু বোল বোলসি অহরহ
কয়সন সহব অভাগন রাই।।
ঘনশ্যাম কয়সন ছললি মোহএ
সপন দেখিনু কে যুগ কটাইলি।।
লাজ কভু ন লগি কহসন তোহে
বিরহী ডাহুক চাহি পিয়াসি মোহএ।।
দিবস মাস কত গেলি চলি
কয়সন ন তুঁহু মিঠা বোল বোলি।।
জারা ভণে মাধব ভালা নাহি হই
অপনে ভাগ দোষে দুখী মরসি নীড়ে।।
অভি তুঁহ যাও ওহি কুটিয়াকে পাস
প্রেমক ভরএ দিও তুঁহু রাধা কএ বচবার আশ।।
#ছবিঋণ Shilpi Sarkar Roy---
No comments:
Post a Comment