|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
রোমিও~ হারাধন চৌধুরী
রোমিও~ হারাধন চৌধুরী
বসে না দাঁড়িয়ে—সে ভিন্ন বিতর্ক____
পাশাপাশি লক্ষ্মী হয়ে আছে হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ডওয়াশ
বসে না দাঁড়িয়ে—সে ভিন্ন বিতর্ক
জরুরি প্রশ্ন: কে কাকে আগে জীবাণুমুক্ত করবে!
একটা শব্দহীন দ্বন্দ্বযুদ্ধে কেঁপে ওঠে কাচের টেবিল
বিপন্নতা বোধে করোনা ভাইরাস ছিনিয়ে আনে প্যাঙ্গোলিনের বর্ম
ক্ষুধার্ত সিংহের সামনে শস্ত্রহীনের আত্মরক্ষার ম্যাজিক
ডেমনেস্ট্রেশন এফেক্ট-সমেত আশ্চর্য রুট বদলায়
প্রাচীন গুপ্তবিদ্যা, লাস্ট সেঞ্চুরির সার্কাস, মডার্ন ইকনমিক্স আর সোশিওলজি
ইন্টারভ্যালে স্বাস্থ্যপানের ফিকির খোঁজে
সাকির ক্লিভেজের সন্ধি বেয়ে নেমে যাওয়া ইঙ্গিত, এক জ্বলন্ত নদীর ইন্ধন
গল্পের গোরুর খোঁজ জরুরি হয়ে পড়েছে—
গাছগুলিতে অনেক দিন হল পাখির বাসা শুধু
ভালো লেগেছে দাদা
ReplyDelete