|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
রোমিও~ তথাগত দত্ত
রোমিও~ তথাগত দত্ত
পুরোনো সরু গলির মতোই____
উত্তর কলকাতার পুরোনো সরু গলির মতোই
তোমার চোখের চাহনি...
আমি যতবার চোখ মেলে তাকাই, মনে হয় আমার চোখেই যেন
রাস্তার বাঁক, মোড়, অমর হওয়ার ইচ্ছে চলে যায়, মৃত্যুকে হারানোর ইচ্ছে চলে যায়
শুধু এই তোমার চোখে চোখ রেখে...
তোমার চোখের চাহনি
খনি যেন, ভালোলাগাগুলো ধাতব আকরিক।
এরপর বৃষ্টি নামে
আমি সমস্ত সম্পত্তির রক্ষকের মতো পুরোনো বাড়ির রকে এসে বসি
একটি প্রজাপতি অথবা
পুরোনো কোনও বাড়ির কালো হয়ে যাওয়া দেওয়াল থেকে উঠে আসা কল্পনা
উত্তর কলকাতার পুরোনো সরু গলির মতোই
তোমার চাহনি দিয়ে তোমার নিজেরই একটি শরীর এঁকে যায়...
তখন আমার রকের সম্পর্ক আর রক্তের সম্পর্কগুলো এক হয়ে ওঠে...
No comments:
Post a Comment