|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
রোমিও~ কার্তিক ঢক্
রোমিও~ কার্তিক ঢক্
সমবাহু ত্রিভুজ___
একটু আধটু চাঁদ দেখবো বলে
প্রহরের পর প্রহর হ্যাংলা হই!
আমার এই ম্যাথামেটিক দাঁড়িয়ে থাকার স্বরলিপি আকাশ গিটারে বাজে না
তাই মেঘের আঁচল হাওয়াই না সরিয়ে
ক্রমশ কালো হয় আমার থমথমে মুখ
আর জেগে থাকাটি ক্লান্ত ডায়াসে ঢলে পড়ে!
হায়! জমাট বাঁধা লাভা তরল হও-
আমি সাঁতারে অপটু নই।
অন্ধকার জলজ শ্যাওলা বড়ো পিচ্ছলশব্দে বাজে
সিড়ি ভাঙার গুনগুন জানে না!
ভোর-রাতের বিসমিল্লাহ এবারএকটু সোচ্চার হোক!
নাগরিক চৌকিতে বসে
আমি কি একাই চোরা-চালান কাটছি...
দারুণ, খুব ভালো লাগলো
ReplyDelete