Friday, 24 July 2020

|| রোমিও~ আলোক মণ্ডল ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ আলোক মণ্ডল
নয় গৃহ জতু____


চারটি দেশলাই কাঠি ঠিকঠাক সাজাতে পারলে একটি বর্গক্ষেত্র হয়
সেই বর্গক্ষেত্রে গাছ লাগাতে পার কিংবা ইট সিমেন্ট দিয়ে ঘর তৈরী করতে পারো
যা তোমার অভিরুচি! 

তবে বারুদের কথা ভুললে চলবে না।

আগুন লুকিয়ে থাকে বারুদেই
একটু ঘর্ষণে যা জ্বলে ওঠে। 

সেখান থেকে একটি কাঠি সরিয়ে নিলে ত্রিকোণ আকৃতি পায়, 
ভালোবাসার প্রতীক চিহ্ন! 

ভালোবাসা থাকলে  বারুদ  মিহিয়ে যায়!

তখন সেটা ঘর নয়, ভালো বাসার ঠিকানা।

1 comment: