|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
রোমিও~ রানা সরকার
ঝুলন পূর্ণিমা এবং বিস্ময় গাছ___
ঝুলন পূর্ণিমা এবং বিস্ময় গাছ___
রাতে রাধা-জ্যোৎস্না নেমে এলে,
এখনও তোমার উজ্জ্বল মুখ মনে পড়ে।
এইরকমই কোন এক ঝুলন পূর্ণিমা রাতে,
বৃষ্টি-মেঘলা অন্ধকারে অজস্র বিস্ময় চারা পুঁতে দিয়ে;
তুমি বেরিয়ে গেলে কোন অজানা গোপন মোহপথে!
তুমি সমাজ মানো, রাষ্ট্র মানো, গোপন মানো।
অথচ দেখো অজান্তেই আলো পুড়িয়ে
অন্ধকারে শব্দ ফুরিয়ে উপহার দিলে
নৈঃশব্দ এবং নিদ্রা-হীন বিস্ময় গাছ !
রোজ সেই চারায় একটু একটু করে জল দিই,
অতঃপর শান্ত অবাক নির্বাসন হই!
তুমি না হয় নাই বা ফিরলে
না হয় অনাত্ময়ী রইলে।
আমিও একদিন ঝুলন পূর্ণিমার রাত্রিতে তোমায় ঠিক ভুলে যাবো।
No comments:
Post a Comment