Friday 24 July 2020

|| রোমিও~ সুজল সাহা ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ সুজল সাহা
দোতারার গান____

শ্রীমতীর চোখে সমুদ্রের নীল
মৃগনাভিগন্ধে দিশেহারা রাত্রি
দুধসাদা স্তনে অন্ধকার ঠোঁট।
নিরিবিলি তটে জলের উচ্ছ্বাস

পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা ধারা
জঙ্গলের অন্ধকূপে দড়ি বালতি নামাই।
জুঁইগন্ধে কোশে কোশে সমুদ্র শিহর জাগে
সোনাঝুরি গাছে ফিসফাস কথার ঝিলিক।

উষ্ণ প্রস্রবণে দীর্ঘক্ষণ ভিজি
কালোচুলের বিনুনি মোহিত করে
আনখশির তাহাকে সোহাগ চুম্বন করি।
নগ্ন তার ভাঁজে ভাঁজে রমণের ছলাকলা।

পিচগলা আগুনের তাপে অশরীরী আমি
শ্রীমতীকে ডাকি অভিন্ন দোতারা বাজাই।

No comments:

Post a Comment