Friday 24 July 2020

|| রোমিও~ মুরারি সিংহ ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ মুরারি সিংহ
বেলুন অথবা হৃদপিণ্ড_____

সকালে ঘুম ভাঙার আগেই
সে একটা বেলুন টাঙিয়ে দিয়ে গেছে
আমার জানালায়

আজ ভ্যালেনটাইন-ডে নয়,
আমার জন্মদিন নয়
অন্য কোনো সেলিব্রেশনও নয়ও

এমনি এমনিই জানলার রডে বাঁধা হয়েছে
একটা লাল বেলুন
তার থেকে ঢেউয়ের শব্দ আসছে
নদীর গন্ধ আসছে

বারান্দায় রজনীগন্ধা ফুটেছে
এটা কোনো মিথ্যো সংবাদ নয়
অচেনা নৌকোর পালেও হাওয়া লাগল কোথাও
হয়ত

কী জানি, সেই সুখেই সে হঠাৎ
কানে কানেচুমু দিয়ে গেলকিনা

একটা বেলুন
অথবা একটা হৃদপিণ্ড

আমার জানালায়, মাননীযজাঁহাপনা
যেন রাঙামুলোরভৌতধর্মনিয়ে
এখনি কোনো বিবৃতি দেবেন  

1 comment: