Tuesday, 21 July 2020

| জারা সোমা | ২১শে জুলাই |

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












জারা সোমা       
স্পর্ধার পদাবলি______ 



নন্দলালা কদমতলে যবই বংশী বজাইবেক

সখীসারা জগ ভুলি আঙনে লুটাইবেক।।

কানহা নামক কয়সন নাগর আবালো
পঙখ ফেয়লাই তব ময়ূর নচাইলো।।

পীতবাসে নন্দলালা যুবন তরঙ্গে
রাজবেশ মণিমালা বিবিধ অঙ্গে।।

চরণ কমলে শোভা নূপুর সাজে
হিদয় আলা করি মৃদুমধুর বাজে।।

ধেয়ান নহি রহে যব শ্যামক নাম পুকারি
শিথিল সব বেড়ি সখীসারা বৈরী।।

ফিরভি ন চাহে কানহা রাই মুখ পানে 
কয়সন টুটে দিল রাধা হি জানে।।

কাহে তুঁহু আওল পেশ কঠোর মনএ
কয়সন গুণহা তুঁহু পিরিতি সনএ।।

জারা ভণে হে কালা কয়সন না সমঝে
  রাধা তোহার লিয়ে দেখত বিরহ সাজে।।

ইতনা অহং  কাহে  তুঁহু অব দেখলি
 কোমল মন কো তুঁহু ন পহচানলি।।

এ কাম তোহে কালা অব নাহি সাজে 
   পিরিতি করব  রাখব  হিদয় মাঝে।।

 যুগল দরশনে নয়ন ভুখ মিটাইবেক
  শ্যামরাই নামে জগত শোভা বড়াইবে।।

 অপরূপ  শৃঙ্গার শোভা  যো নহি দেখত
কয়সন বুঝব সো পিরিত কি চাহত।।

 ধীরেন কে নাতিন ভণে যো  ভজে হরিনামে
 পূরণ হইলবে ইচ্ছা আওবল সব কামে।।

(জয় রাধে, জয় রাধে )


                                                                                                                                 #ছবিঋণ Surajit Bose দাদা

No comments:

Post a Comment