Wednesday, 22 July 2020

| রাকা | ২২শে জুলাই |

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রাকা
সম্মতি 

জাগতিক ক্রিয়াকর্ম 
মূল্যবোধের বিষাক্ত চুমুক। 

মায়া 

আমৃত্যু জড়িয়ে রাখে
কি নিঃশব্দে অথচ স্পষ্ট কান্নার মতো। 

অপূর্ণ ইচ্ছেরা 
বেহালার সুরের মতোই কেঁপেকেঁপে ওঠে 
অব্যক্ত যন্ত্রণায়। 

পরিত্যক্ত জংধরা মালগাড়ির মতোই ওরা 
স্থবির। 

জীবনের ক্যানভাসে
হাবিজাবির আধিক্য। 
বাস্তবের চোখ রাঙানিতে 
তাই ভদ্রজনোচিত 

সম্মতি। 


হাতছানি
ভোরবেলার বাতাসে
ভেসে বেড়ায় ভালোবাসারা
অদৃশ্য তুষারপাত
টুপটাপ ঝরে পড়া শিউলি
পাখিদের কনসার্ট
Jamming এ বসেছে ওরা।
হাতছানি দেয় ছাদের আলসেরা
বিড়ম্বনার রাজ্যে গদ্য
ছাদের দরোজা
কি কর্কশ ...
সঙ্গী কাকগুলো,
চিৎকার করে ওঠে বেসুরো গলায়।
আধফোটা কুঁড়িগুলো
গলাদ্ধকরণ করে " ধ্যাত্তেরি "।
সুরের মুর্চ্ছনা ভেসে আসে ....
আগলটা সরানো চাই।

অভিমানী বৃষ্টি
শীতাতপ নিয়ন্ত্রিত নিটোল গৃহকোণে
অন্তরঙ্গ হতে চেয়েছিল বৃষ্টি
অ্যামপ্লিফায়ারে তখন হেমন্ত
সুখের অনুভূতিরা
অকস্মাৎ কবিতা।
অকপট , অমলিন বৃষ্টি
অভিমানে
ক্রমশ অপসৃয়মান ....
খন্ড খন্ড স্বপ্নগুলো তাই
সাজানো আছে
শিশির পড়ার শব্দে।

1 comment:

  1. খুব ভালো লিখেছিস❤কলম শুভেচ্ছা

    ReplyDelete