Wednesday 22 July 2020

| জারা সোমা | ২২শে জুলাই |

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












জারা সোমা 
স্পর্ধার পদাবলি_____


পথম দেখব যবে মলয়জ বাতায়ণে
  অচানক থম যয়সি গেলা সই খন।।

বাতাস মধুর ধনি কহা সে আবা শুনই
 নিরবএ নিবিড় কর বজাত সিতার ধুন।।

মাধব পানে চাহে রাই পিরিতি করইলি
জাত মান কুল সবইল হেরাএ হেরইলি।।

দিবস মাহিনা সবইল পার হইবেক
পদযুগ মাঝএ হিদয় সপিলেক।।

তেঁহু  নাহি রখিল শ্যামক সে মান
জিয়সন আহে জায়সি মরণ সমান।।

কদম কুঞ্জতলে আকুলি করইল মরএ
ঘরএ মন নহি লগে সখী বিবশ এ প্রাণ।।

চিতে নেবারয়ে যদি বিরলে বঠবে রহি
 মন ই মন ভজবে  রহি কানহা নাম।।

গোপনএ অনল জলি কঠিন  মায়াজালএ
 জিয়গী কইসন অবলা এ নাজুক  রাই।।

জারা ভণে রাধারাণি           পিরিত করি মরলি তুহি
চতুর  বিহারী আবল       কপটসে মন চুরি 
              হবেক  নাহি  দহন কভি শেষ।।

যাও  অভি শ্যাম ঘরএ      আলাপ মৃদু সরএ            
বজাবে বংশী দোহএ        হরি হরি ধনি তুলএ    
      সাজব তুঁহু শৃঙ্গারে যয়সন যোগনবেশ।।

দিলীপ নন্দিনী ভণে      আও সব সখীগণ
  হরি হরি নাম ভণে          করইল সমাপন।।

(জয় রাধে, জয় রাধে)

                                                                                                                             #ছবিঋণ Abhishek Nandi

2 comments:

  1. কুঞ্জ আর শৃঙ্গার ভাঙলে আরো ভালো হয়।

    ReplyDelete