|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
রোমিও~ কামরুল বাহার আরিফ (বাংলাদেশ)
রোমিও~ কামরুল বাহার আরিফ (বাংলাদেশ)
এই হাতে কবিতা লিখি____
আকাশে পূর্ণিমা হয়ে চাঁদ উঠলে
একটু একটু করে জ্যোৎস্না মাখি
আমি কি সারারাত পূর্ণিমা দেখি?
কেউ কি দেখেছে তা রাতভর!
আমি দেখিনি
প্রেয়সী কাছে এলে হাত দু’টি ধরি
একটু একটু করে
হাতেহাতে হাঁটি।
আমি কি সারাদিন হাতে হাত রাখি?
কেউ কি রেখেছিল সারা দিনমান!
আমি রাখিনি
বাকিটা সময় আমি জ্যোৎস্নার রঙ নিয়ে
এই চোখে
প্রেয়সীরে দেখি
আর, হাত থেকে হাত খুলে
এই হাতে প্রেয়সীর কবিতা লিখি।
No comments:
Post a Comment